‘তারা ভাবছে—আমি খারাপ মেয়ে, আমি এটাই পাবো’
জুলাইয়ের গণঅভুত্থানে তারকাদের মধ্যে অন্যতম সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্র-জনতার পক্ষে রাস্তায় দাঁড়িয়ে তিনি তৎকালীন সরকারের পতনের জোরালো দাবি তুলেছিলেন।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও দেশের চলমান ঘটনাবলি নিয়ে নিজের মতামত প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
তবে সময়ের সঙ্গে বাঁধন জানিয়েছেন, জুলাইয়ের আন্দোলনের কিছু পরিস্থতি তাকে বেশ হতাশ করেছে, কারণ তার প্রত্যাশা ছিল দেশ আরও উন্নত হবে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি মনে করেন নারীদের প্রতি সমাজ ও রাষ্ট্রের কিছুটা অবজ্ঞা বিদ্যমান।
বিস্তারিত বলতেই তিনি বলেন, ‘অনলাইনে নারীদের নানা রকম হয়রানির শিকার হতে হয়। আমিও এর শিকার। তারা মনে করে, আমি এটা পাওয়ার যোগ্য কারণ, আমি খারাপ মেয়ে...!’
কেন খারাপ মেয়ে হিসেবে চিহ্নিত হচ্ছেন, এ প্রশ্নে বাঁধন জানান, ‘আমি কথা বলতে বলতেই একটু কটুস্বভাবের। দেশের জন্য যা প্রয়োজন, সময়মতো সেটা বলেছি। কিন্তু সমস্যা হলো, কেউ আমাকে কোনো দলের সঙ্গে যুক্ত করতে পারছে না, তাই সব কিছুতেই নেতিবাচক ভাব নিয়ে থাকে।’
বাঁধন আরও জানান, ‘জুলাইয়ের গণঅভুত্থানকে কেন্দ্র করে আমি এক আশার আলো দেখেছিলাম। যারা টিভিতে দেখেছে, তারা হয়তো প্রকৃত অভিজ্ঞতা বুঝতে পারবে না। আমি ভেবেছিলাম, এবার দেশ বদলাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এতটাই দুর্নীতিগ্রস্ত জাতি যে, পালিয়ে যাওয়ার পরেও আগের করাপ্টেড সিস্টেম থেকে বের হওয়া যায়নি।’
সাম্প্রতিক সময়ে জুলাইয়ের স্মৃতিচারণ করে তিনি এক স্ট্যাটাসে লিখেছেন, যারা জুলাই বিপ্লবকে ভুল বলছেন, তাদের জন্য তার দুঃখ হয়। ওই সময়ের বিপ্লব ছিল একেবারে প্রয়োজনীয়। মানুষ যে পরিমাণ অন্যায় ও অত্যাচার ভোগ করছিল, তা আর সহ্য করা সম্ভব ছিল না। সরকার ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, অধিকার ও কণ্ঠস্বর বন্ধ করে দিয়ে। তখন আর কোনো বিকল্প পথ ছিল না।
৫ আগস্টের কথা মনে করে বাঁধন বলেন, যারা সেদিন রাস্তায় ছিল না, তারা বুঝতে পারবে না সেই আনন্দ কতটা শুদ্ধ ছিল—যখন সে সময় দেশ ভীতিভরে পালিয়ে গিয়েছিল। সেই আনন্দ ছিল সৎ, এবং আমি তা নিজের হৃদয়ে অনুভব করেছিলাম। এমন স্বাধীনতা ও শক্তি একসঙ্গে অনুভব করার সুযোগ জীবনে মাত্র একবার আসে।
শেষে বাঁধন লেখেন, হ্যাঁ, বিপ্লবের পর অনেক কিছু ঘটেছে যা সবই সুখকর নয়। কিন্তু একটি বিষয় নিশ্চিত: জুলাই বিপ্লব ছিল সঠিক সময়ে প্রয়োজনীয় কাজ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta