২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ তথ্য জানানো হয়েছে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর এখন পর্যন্ত ৬২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ২৭৮ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
চলতি বছরে করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে এবং দেশের মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার ফলাফলে শনাক্তের হার ২.৫১ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৪ শতাংশ। সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দশ দিন পর, ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে করোনাভাইরাসে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta