
বিয়ে একজনের, বর সেজে এলেন ২০ জন
ভৈরবের কিশোরগঞ্জে কনের বাড়িতে বরের সাজে উপস্থিত ২০ যুবক। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটেছে ভৈরব উপজেলার গোছামারা গ্রামে।
এমন একটি অস্বাভাবিক বিয়ের ঘটনায় বিয়েবাড়িতে উপস্থিত শত শত শিশু, কিশোর, পুরুষ ও নারী এক সাথে বর দেখতে এসে শোরগোল সৃষ্টি করে। এলাকাবাসী অবাক হয়ে যান এবং বরযাত্রীদের মধ্যে ২০ জন বর এসে উপস্থিত হওয়ায় কনেপক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে।