‘পাঁচ বছরের মধ্যে মা হতে চাই’, জায়েদ খানকে তিশা
অভিনেত্রী তানজিন তিশা এবার ক্যামেরার সামনে খুলে বলেছেন নিজের জীবনের একটি বড় পরিকল্পনা। সম্প্রতি তিনি টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ অতিথি হিসেবে উপস্থিত হন। সেখানে প্রথমবারের মতো তানজিন তিশার ব্যক্তিগত পরিকল্পনা শেয়ার করেন জায়েদ খান। তিশা জানান, আগামী পাঁচ বছরের মধ্যে তিনি মা হতে চান।
টকশোতে জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন—‘পাঁচ বছর পর নিজের অবস্থান কোথায় দেখতে চাও?’— তিশা সোজাসাপ্টা উত্তর দেন, ‘আমি হবো মা। এর মধ্যে আমি বিয়ে করবো এবং মা হবো।’
তিশা আরও বলেন, ‘এভাবে হয়তো কেউ বলবে না, যেমন আমি বলেছি। কারণ, মানুষের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও খুবই গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়টি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। লুকানোর কিছু নেই।’
এছাড়া, উল্লেখযোগ্য যে, ‘ঠিকানা টিভি’, একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল, এই অনুষ্ঠানটির সম্প্রচার করছে। গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় প্রথম পর্বটি প্রচারিত হয় এবং সেখানে উপস্থাপক হিসেবে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেন জায়েদ খান।
অনুষ্ঠানে তিশা তার অভিনয় জীবন ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে খুলে আলোচনা করেন। সেইসাথে তিনি মজা করে বিয়ের প্রশ্নও ছুঁড়ে দেন জায়েদ খানের দিকে, যার উত্তরও মজার ছলে দেন জায়েদ।
এছাড়া জানা গেছে, প্রতি শুক্রবার জায়েদ খান তারকাদের সঙ্গে বসে জমিয়ে আড্ডা দেবেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta