মা হওয়ার ইচ্ছা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে তানজিন তিশার সন্তানের ছবি প্রকাশ!
গতকাল শুক্রবার রাতে এক টক শোতে উপস্থিত হয়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা জানান, তিনি মা হতে চান। তার এই বক্তব্যের কিছু ঘণ্টা পরেই, প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পেজে একটি শিশুর ছবি পোস্ট করে দাবি করেন, শিশুটি তানজিন তিশার সন্তান।
আজ শনিবার বিকালে, জাওয়াদ নির্ঝর তার ফেসবুক আইডিতে তিনটি ছবি শেয়ার করেন এবং উল্লেখ করেন, এটি তানজিন তিশার সন্তানের ছবি।
ছবিগুলোর মধ্যে দুটি ছবিতে তানজিন তিশা একটি শিশুকে কোলে নিয়ে আদর করছেন। অন্য একটি ছবিতে দুটি শিশুকে দোলনায় বসে থাকতে দেখা যায়।
ছবিগুলো শেয়ার করে জাওয়াদ নির্ঝর লিখেছেন, 'সেলিব্রিটি হওয়ার পর কেউ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে? তানজিন তিশা দাবি করেছেন, তার পূর্বের বিয়ে ও পুত্রসন্তানের বিষয়গুলো মিথ্যা। যেসব ছবিগুলো আপনি দেখছেন, তা তিশার মিডিয়ায় আসার আগে তোলা। তার সাবেক স্বামী বর্তমানে দুবাইতে আছেন, এবং তাদের একটি পুত্রসন্তান ছিল। ওই পুত্রের সঙ্গে তোলা ছবিগুলো এটি। তিশার পুত্র এখন ঢাকায় তার দাদির সঙ্গে রয়েছে।'
তানজিন তিশা সন্তানের ব্যাপারে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ তুলে, তিনি আরও লেখেন, 'তিশা টক শোতে মিথ্যা বলেছেন। বছরখানেক আগে আমরা তার পুত্রসন্তান ও সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা, আপনি প্রমাণ করেন, এই শিশুটি আপনার ছিল না।'
গতকাল রাতে, জায়েদ খানের সঞ্চালনায় 'ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান' টক শোতে অতিথি ছিলেন তানজিন তিশা। শোতে জায়েদ খানের প্রশ্নের উত্তরে তানজিন তিশা বলেন, 'পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?' উত্তরে তিনি বলেন, 'আমি মা হতে চাই। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব।'
তিনি আরও বলেন, 'দেখুন, এমনভাবে কেউ হয়তো বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ। সেটা এড়িয়ে চলা সম্ভব নয়। লুকানোর কিছু নেই।'
এসময় জায়েদ খান বলেন, 'তোমার সম্পর্কে একটা গুজব ছড়িয়েছে, বলো কী সেটা?' তানজিন তিশা জানান, 'অনেক গুজব শুনেছি, তবে একটাতে বলা হচ্ছে আমার নাকি দুটি বিয়ে হয়েছে, আর তৃতীয় বিয়ের খোঁজ চলছে! আর বলা হচ্ছে আমার একটি সন্তান আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি। এসব গুজব শুনে আমার পরিবার মিলে হাসছি, কারণ ওই বেবিটি আমার বোনের।'
প্রকাশিত: | By Symul Kabir Pranta