'মিথ্যা কথা বলেছে তিশা, আমি স্বামীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম'
দেশের প্রিয় অভিনেত্রী তানজিন তিশা গতকাল শুক্রবার রাতে চিত্রনায়ক জায়েদ খান পরিচালিত এক টক শোতে উপস্থিত হয়ে জানান, তিনি মা হতে ইচ্ছুক। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর একটি শিশুর ছবি পোস্ট করে দাবি করেন, শিশুটি তানজিন তিশার সন্তান।
আজ শনিবার বিকেলে জাওয়াদ নির্ঝর নিজের ফেসবুক আইডিতে তিনটি ছবি শেয়ার করেন এবং উল্লেখ করেন, ছবিগুলো তিশার সন্তানের।
ছবিগুলোতে দেখা যায়, একটি শিশুকে কোলে নিয়ে তিশার আন্তরিক স্নেহ এবং অন্য ছবিতে দুটি শিশু দোলনায় বসে আছে।
ছবিসহ পোস্টে নির্ঝর লিখেছেন, ‘সেলিব্রিটি হওয়ার পর কেউ কি তার নিজের সন্তানের অস্তিত্ব অস্বীকার করতে পারে? তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ে ও সন্তান সম্পর্কে যে খবর এসেছে তা মিথ্যা। কিন্তু দেখুন, এসব ছবি তার মিডিয়ায় আসার আগের। তার সাবেক স্বামী এখন দুবাইয়ে আছেন। সেই সংসারে জন্মানো তিশার পুত্র সন্তানই ছবিগুলোর সঙ্গে রয়েছে। সন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে।’
তিশার সন্তান সংক্রান্ত মিথ্যা প্রচারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেন। বছর খানেক আগে আমরা তার পুত্র সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে পেয়েছিলাম। এখন প্রমাণ করুন, এই সন্তান আপনার নয়।’
গতকাল রাতে জায়েদ খানের ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোতে অতিথি ছিলেন তানজিন তিশা। সেখানে জায়েদ খান তাকে প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?’ জবাবে তিশা বলেন, ‘আমি মা হব। এর আগে আমি বিয়ে করব এবং মা হব।’
তিনি আরও যোগ করেন, ‘মানুষের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ। এটি লুকানো সম্ভব নয় এবং লুকানোরও কিছু নেই।’
এরপর জায়েদ খান বলেন, ‘তোমাকে নিয়ে একটি গুজব সম্পর্কে বলো’। তিশা জবাবে বলেন, ‘অনেক গুজব শুনেছি। যেমন আমার দুই বিয়ে হয়েছে, তৃতীয় বিয়ের অনুসন্ধান চলছে এবং আমার একটি সন্তান আছে যাকে দাদির কাছে লুকিয়ে রেখেছি। এসব গুজব শুনে আমি এবং আমার পরিবার সবাই হাসছি, কারণ সেই সন্তান আমার বোনের।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta