সন্তানের দাবি করে ছবি শেয়ার, তানজিন তিশার ক্ষোভ প্রকাশ
সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে মা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জায়েদ খানের সঞ্চালনায় এই শোতে তিনি বলেন, তার ইচ্ছে মা হওয়ার। এই বক্তব্যের পর সাংবাদিক জাওয়াদ নির্ঝর তিশার সন্তানের ছবি দাবি করে কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন, যা তোলপাড় সৃষ্টি করে।
শনিবার (৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তিনটি ছবি শেয়ার করেন এবং দাবি করেন, এগুলো তিশার সন্তানের ছবি। তার পোস্টে তিনি লেখেন, ‘একজন সেলিব্রিটি কি নিজের সন্তানের অস্তিত্ব অস্বীকার করতে পারে? তানজিন তিশা তাঁর আগের বিয়ে ও সন্তানের খবর মিথ্যা বলে জানিয়েছেন।’
তিনি আরও জানান, যে ছবিগুলো দেখানো হচ্ছে তা তিশা মিডিয়ায় আসার আগে তোলা। তিশার সাবেক স্বামী বর্তমানে দুবাইতে বসবাস করছেন। ওই পরিবারের একটি পুত্র সন্তান রয়েছে, যেই সন্তানের সঙ্গে এই ছবিগুলো তোলা হয়েছে।
এ পুত্র সন্তান বর্তমানে ঢাকায় তার দাদির কাছে রয়েছে। নির্ঝরের কথায়, ‘তিশা টক শোতে মিথ্যা বলছেন। এক বছর আগে আমরা তার পুত্র সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে পেয়েছিলাম। তিশা প্রমাণ করুন, এই সন্তান আপনার নয়।’ জাওয়াদ নির্ঝরের এই পোস্ট দ্রুত ভাইরাল হয়।
এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এক ঘন্টার মধ্যেই তানজিন তিশা নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেন। সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দিয়ে তিনি জানান, যে ছবিগুলো শেয়ার করা হয়েছে, তা তার ভাগ্নির।
তিশা নিজের পোস্টে লিখেছেন, ‘অসভ্যদের জন্য সুযোগ! যারা আমার প্রিয় ভাগ্নে-ভাগ্নির ছবি নিয়ে আমার লুকানো সন্তানের নামে মিথ্যা খবর তৈরি করছে, তাদের বলছি, যদি এখন পর্যন্ত আমার যত বাচ্চা লুকিয়ে আছে সেগুলো আমার কাছে এনে দাও, আমি তোমাদের ২০,০০০ ডলার দিব। আর যদি না পারো, তাহলে নিজ গালে, নিজ উদ্যোগে জুতা মার।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta