দেশব্যাপী অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৪৫৪
পুলিশ দেশব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৪৫৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১ হাজার ৩ জনের বিরুদ্ধে মামলা এবং ওয়ারেন্ট রয়েছে।
রবিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ১ হাজার ৪৫৪ জন অপরাধী গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩ জনের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট ছিল, এবং অন্যান্য অপরাধে আরও ৪৫১ জনকে আটক করা হয়েছে। অভিযানে চাইনিজ কুড়াল, ডেগার, হাসুয়া, টিপ চাকু, ছোরা ও গুলি সহ বিভিন্ন অপরাধী উপকরণ উদ্ধার করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta