মানুষ শেষ পর্যন্ত বিএনপির দিকে নজর রাখছে : মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই নির্বাচনে বিএনপি জয়ী হবে। অনেকেই নানা কথা বলছে, বিশাল বিশাল সভা করছে, কিন্তু শেষ পর্যন্ত মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
২০১১ সালের ৬ জুলাই তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর হামলার ঘটনায় অভিযুক্ত হারুন, বিপ্লবদের গ্রেফতার ও বিচারের দাবি নিয়ে এই সমাবেশটি আয়োজন করা হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, "আমার বয়স ৭৫ বছর, হয়তো ৫-১০ বছর পর আমি বেঁচে থাকব না। এখন সুস্থ থাকলেও, আমি চাই তরুণ প্রজন্ম দায়িত্ব গ্রহণ করুক। যদি তারা জ্ঞান ও বুদ্ধি দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসে, তবে তারাই এ দেশের ভবিষ্যত তৈরি করবে।"
তিনি আরও বলেন, "আমাদের সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। জয়নুল আবদিন ফারুকের উপর নির্যাতন একসময় ভুলে গেছে মানুষ, কিন্তু শেখ হাসিনার সরকারের অধীনে যে বর্বর হত্যাকাণ্ড হয়েছে—২০১৩ সালের জুলাই-আগস্টে ২০ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে—এটি এমন একটি ঘটনা, যার জন্য ভাষা হারিয়ে গেছে।"
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, সংগঠনের সভাপতি হাবিব আহমেদ আশিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজীসহ অন্যান্য নেতারা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta