দীর্ঘ ২০-২২ বছর আগে রোপণ করা হলেও নিয়মিত পরিচর্যার অভাবে শমশেরনগর রেলস্টেশনের পামগাছগুলো পরগাছা ও পরজীবি উদ্ভিদে পূর্ণ হয়ে গেছে। এর ফলে গাছগুলোর সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে, এতদিন কেউ এগিয়ে না আসলেও অবশেষে বসুন্ধরা শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখা এগিয়ে আসে এবং গাছগুলোর সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ শুরু করে। এই উদ্যোগটি রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়।
শুক্রবার, ১৪রা মার্চ ২০২৫