জাতীয় জীবনে রাবির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে : শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবময় অবদান রেখে আসছে।
তিনি রবিবার রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
শিক্ষা উপদেষ্টা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, জুলাই মাসে এই ধরনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ এবং তরুণদের সামনে আসতে পেরে তিনি বিশ্ববিদ্যালয়ের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুবই আনন্দময়।
শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য সবসময় মেনে চলতে পারে, সে বিষয়ে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একটি শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সিনেট ভবনে আয়োজিত সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ৭১ বছর পূর্ণ হলেও অনেক লক্ষ্য এখনও অর্জিত হয়নি। শিক্ষার্থীদের খাবার, আবাসন, গবেষণা এবং চিকিৎসা সেবায় নানা প্রতিবন্ধকতা রয়েছে। এসব সমস্যা সমাধান করে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাবির উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব, রেজিস্ট্রার প্রফেসর ইফতেষারুল আলম মাসুদ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta