দেশীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর সতর্কবার্তা জারি করেছে। পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরীক্ষাটি বাতিলসহ আগামী চার বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষা শৃঙ্খলা লঙ্ঘনকারী যেসব অপরাধের উল্লেখ করা হয়েছে তা হলো:
ক) পরীক্ষার কক্ষে একে অপরের সাথে কথা বলা বা যোগাযোগ করা;
খ) পরীক্ষার কক্ষে ধূমপান করা;
গ) মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা;
ঘ) অনুমোদিত বা দূষণীয় কাগজপত্র ব্যবহার করা;
ঙ) প্রশ্নপত্রের বাইরে থেকে উত্তর লেখা;
চ) পরীক্ষার সময় মোবাইল বা অন্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে উত্তর লেখা;
ছ) পরীক্ষার কক্ষে নির্ধারিত আসন পরিবর্তন করা;
জ) বিভিন্ন স্থানে বা বস্তুতে উত্তর লেখা;
ঞ) উত্তরপত্রে অস্বাভাবিক, অযৌক্তিক বা অবাঞ্ছিত কিছু লেখা;
ট) রোল নম্বর পরিবর্তন বা রোল নম্বর বিনিময় করা;
ঠ) মিথ্যা অজুহাত দেখিয়ে সুবিধা গ্রহণের চেষ্টা করা;
ড) মিথ্যা পরিচয় দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা;
ঢ) পরীক্ষার কক্ষ থেকে উত্তরপত্র বাইরে পাচার করা;
ণ) উত্তরপত্রের কভার পরিবর্তন করা;
ত) পরীক্ষার কক্ষ ত্যাগ করা বা উত্তরপত্র জমা না দেওয়া;
থ) উত্তরপত্র নষ্ট করা বা অবৈধভাবে তা বিনষ্ট করা;
দ) পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তাকে অসম্মান করা বা হেনস্তা করা;
ধ) পরীক্ষা শৃঙ্খলা বা সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করা।
শাস্তিমূলক ব্যবস্থা :
ক) উপরোক্ত অপরাধের জন্য পরীক্ষা শৃঙ্খলা কমিটি সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করতে পারে:
১ ক - ঘ পর্যন্ত অপরাধের জন্য পরীক্ষার বাতিল;
২ ঙ - ঞ পর্যন্ত অপরাধের জন্য পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা;
৩ ট - ঠ পর্যন্ত অপরাধের জন্য পরবর্তী দুই বছর পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা;
৪ ড - ণ পর্যন্ত অপরাধের জন্য পরবর্তী তিন বছর পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা;
৫ ত-ধ পর্যন্ত অপরাধের জন্য পরবর্তী চার বছর পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা;
৬ ন- বর্ণিত অপরাধের জন্য শৃঙ্খলা কমিটি বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি এই অপরাধের আওতায় না পড়ে তবে পরীক্ষা শৃঙ্খলা কমিটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করতে পারে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta