যে শিশুকে নিয়ে এত আলোচনা, সেটি আমার সন্তান নয়: তিশা
অভিনেত্রী তানজিন তিশা জীবনে বিভিন্ন ধরনের গুজবের মুখোমুখি হয়েছেন। সম্প্রতি একটি গুজব নিয়ে তিনি ব্যাপক আলোচনার কেন্দ্রে আছেন। গুজব উঠেছে, তার দুইটি বিয়ে হয়ে গেছে, তৃতীয় বিয়ের প্রস্তুতি চলছে এবং সে একটি শিশুকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছে। এসব কথাকে অভিনেত্রী ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন এবং জানান, ওই শিশু তার নয়, বরং তার বোনের সন্তান।
শনিবার (৫ জুলাই) নিউইয়র্ক থেকে সম্প্রচারিত ঠিকানা টিভির একটি অনুষ্ঠানে তিশা এই বক্তব্য দেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিনেতা জায়েদ খান, যিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিন তিশা। সেখানে তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং চলমান গুজব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিশা বলেন, “জীবনে বহু গুজব শুনেছি, তবে সবচেয়ে মজার গুজব ছিল—আমার দুই বিয়ে হয়ে গেছে, তৃতীয় বিয়ের কথা চলছে! আমি মা হয়েছি, একটা বাচ্চা আছে, যাকে দাদির কাছে লুকিয়ে রেখেছি। এসব কথা শুনে আমি এবং আমার পরিবার হাস্যরস পেয়েছি, কারণ যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার বোনের সন্তান।”
গুজব অস্বীকার করলেও বিয়ের বিষয়ে তার পরিকল্পনা সম্পর্কে খোলাখুলি বলেন তিশা, “আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ের জন্য আরও পাঁচ বছর অপেক্ষা করব। এরপর সংসার করব এবং মা হব। পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবন দুটোই গুরুত্বপূর্ণ, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই কখনোই বিয়ে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “অনেকে ব্যক্তিগত বিষয়ে খোলাখুলি কথা বলতে চান না, তবে আমি মনে করি পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমান জরুরি। এটি লুকানো বা এড়িয়ে যাওয়া উচিত নয়।”
উল্লেখ্য, সম্প্রতি বিশ্রামের জন্য যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তানজিন তিশা। সেখানে বিভিন্ন দর্শনীয় স্থানে তার ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা শুরু হয়। সফর শেষে দেশে ফিরে আবার কাজে যোগ দিয়েছেন।
বর্তমানে তিশা নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় ‘খোয়াবনামা’ নামের একটি নাটকে কাজ করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির শুটিং চলছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta