
বড় সমস্যায় ঢাকার বানর
একসময় ঢাকার অলিগলি, বিশেষত পুরান ঢাকার সরু রাস্তা এবং প্রাচীন গাছপালাগুলো ছিল বানরদের চলাফেরার জন্য আদর্শ জায়গা। বানরদের আধিক্যের কারণে পুরান ঢাকার এক অঞ্চলের নাম হয়ে ওঠে ‘বানরটুলী’। আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের মধ্যে ছিল ‘বানরতলা’। খাবারের খোঁজে বানররা পিছু হতো, খাবার পেলেই খুশি হয়ে চলে যেত। এলাকা গুলো দিনভর বানরের কিচিরমিচির শব্দে মুখর থাকত। কিন্তু এখন সেই দৃশ্যগুলো দ্রুত মিলিয়ে যাচ্ছে।