তিন শ্রেণির পাঠ্যপুস্তকে ভুল সংশোধনের জন্য শিক্ষকদের পরামর্শ নিয়েছে মন্ত্রণালয়
২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে বিদ্যমান ভুল, অসংগতি এবং সংশোধন প্রয়োজনীয়তার বিষয়ে সুপারিশ চেয়ে শিক্ষা মন্ত্রণালয় দেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের থেকে পরামর্শ চেয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী এসব বিষয় পর্যালোচনা করে নির্দিষ্ট ছক ও নির্দেশনা অনুসারে সুপারিশ পাঠানোর জন্য বলা হয়েছে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে প্রস্তাব জমা দিতে অনুরোধ করা হয়েছে। এসব প্রস্তাব ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, সংশোধন প্রস্তাবের হার্ড কপি ও সফট কপি (NikoshBan, ১২ ফন্ট) ৭ জুলাইয়ের মধ্যে [email protected] ইমেইলে পাঠাতে হবে। ঢাকা বোর্ডের অধীন এসএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে এ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta