কনক্যাকাফ স্বর্ণ কাপ
কনক্যাকাফ গোল্ড কাপের চূড়ান্ত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করেছে মেক্সিকো। সোমবার (৭ জুলাই) আয়োজিত ফাইনালে সমতাসূচক গোল করে আলোচনার কেন্দ্রবিন্দু হন রাউল হিমেনেজ। তবে শুধু তার গোল নয়, উদযাপনেও তিনি মন ছুঁয়ে যান ফুটবলপ্রেমীদের। গোলের পর প্রয়াত বন্ধু দিয়োগো জোতার স্মরণে এক বিশেষ সেলিব্রেশন করেন তিনি।
ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে খেলার সময় হিমেনেজ ও জোতার মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল। গত বৃহস্পতিবার (৩ জুলাই) এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারান। এই দুঃখ নিয়েই মাঠে নামেন হিমেনেজ।
ম্যাচ শুরুর আগে বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে হিমেনেজ জোটার ২০ নম্বর জার্সি পরে মাঠে প্রবেশ করেন, যদিও খেলার সময় তিনি তার নিজস্ব ৯ নম্বর জার্সি পরেছিলেন। যুক্তরাষ্ট্রের ক্রিস রিচার্ডসের গোলে শুরুতে পিছিয়ে পড়ে মেক্সিকো। এরপর ২৭তম মিনিটে হিমেনেজ গোল করে স্কোর সমতায় আনেন। গোলের পর জোটার নাম লেখা জার্সি তুলে ধরে প্রিয় ভিডিও গেম স্টাইলের সেলিব্রেশন করেন তিনি।
ম্যাচের ৭৭তম মিনিটে এডসন আলভারেজের করা গোল মেক্সিকোকে এগিয়ে দেয় এবং সেই লিড ধরে রেখে তারা জয় নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের নিজ মাঠ হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে এই জয়ে রেকর্ড দশমবারের মতো কনক্যাকাফ গোল্ড কাপের শিরোপা জিতল মেক্সিকো।
প্রকাশিত: | By Symul Kabir Pranta