বিএনপিকে ঘিরে এখনও চক্রান্ত অব্যাহত: ইলিয়াসপত্নী
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা জানান, ১৭ বছরের সংগ্রামের পর ৫ আগস্ট আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু সরকার গঠনের লক্ষ্যে আমরা সংগ্রাম করেছি। তবুও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে যায়নি।
সোমবার সিলেটের পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপত্নী বলেন, আজ যখন বিএনপি দেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তখনই তাকে বাধা দিতে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে যারা সংগ্রাম করেছেন, তারা নিজেরাই এসব অপপ্রচারে না পড়ে ষড়যন্ত্রের যথাযথ জবাব দিবেন। আমরা নিশ্চিতভাবেই গণতান্ত্রিক সাফল্যের পথে এগিয়ে যাবো।
প্রকাশিত: | By Symul Kabir Pranta