হার্শা ভোগলে সৈকতকে প্রশংসায় অভিভূত করলেন
এজবাস্টনের ইংল্যান্ড-ভারত ম্যাচে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।
এজবাস্টন টেস্টে সৈকতের সুনিপুণ আম্পায়ারিং ক্রিকেট প্রেমীদের নজর কাড়ছে। ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলও তার কাজকে খুবই প্রশংসা করেছেন। ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে ভারতে ১-১ সমতা আনার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সৈকত বেশ কিছু সঠিক সিদ্ধান্তের মাধ্যমে বিশেষ প্রশংসা পেয়ে থাকেন।
ম্যাচ চলাকালে মোট ১০বার সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নেওয়া হয়, যাদের মধ্যে মাত্র ২টিতে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। বাকি ৮টি সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে। কঠিন পরিস্থিতিতেও সঠিক রায় দেয়ার কারণে সৈকত ব্যাপক প্রশংসিত হচ্ছেন। ধারাভাষ্যকার হার্শা ভোগলের কথায়, সৈকত সত্যিই দুর্দান্ত পারফর্ম করেছেন।
ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) হার্শা ভোগল লিখেছেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ ছিল। আপনি ক্রিস গ্যাফেনির মতমানের আম্পায়ারিং আশা করতে পারেন, কিন্তু শরফুদ্দৌলা সৈকত ছিলেন চমৎকার।’
টেস্টের পঞ্চম দিনে রোববার ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে আউট দেয়ার সিদ্ধান্ত নিয়েও সৈকত প্রশংসায় কুর্নিশ পাচ্ছেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে স্টোকস এলবিডব্লিউ হন। প্রথমে সন্দেহ ছিল বল ব্যাটে লেগেছে কিনা, তবে সুন্দরের আবেদন পরে সৈকত আউট দেন। স্টোকস রিভিউ নিলেও টিভি রিপ্লেতে দেখা যায় আম্পায়ারের রায় সঠিক ছিল। এর আগে ও ম্যাচে সৈকতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিক ছিল।
প্রকাশিত: | By Symul Kabir Pranta