ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার লড়াইয়ে এগিয়ে যারা
জাঁকজমকপূর্ণ ফিফা ক্লাব বিশ্বকাপের প্রতিযোগিতা এখন ফাইনালের কাছাকাছি এসে পৌঁছেছে। মোট ৩২টি দল থেকে এখন শুধু চারটি দল টিকে আছে। আগামী সপ্তাহে জানা যাবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন কারা হবে।
শিরোপা প্রতিযোগিতার পাশাপাশি সেরা গোলদাতার খেতাবের জন্যও তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। গ্রুপ পর্ব, ১৬ ও ৮ দলের রাউন্ড পার হয়ে চারজন খেলোয়াড় সমান ৪টি করে গোল করে এগিয়ে আছেন। তারা হলেন—রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া, বেনফিকার আনহেল ডি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো এবং বরুশিয়া ডর্টমুন্ডের সেরহোউ গিরাসি।
তবে এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন গার্সিয়া, কারণ বাকি তিনজনের দল ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফলে সেমিফাইনাল ও ফাইনালে আরও গোল করার মাধ্যমে তিনি এগিয়ে যেতে পারেন।
গোল্ডেন বুটের লড়াইয়ে এখনও চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো রয়েছেন, যিনি এখন পর্যন্ত করেছেন ৩টি গোল। তাঁর সামনে রয়েছে সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিরুদ্ধে ম্যাচ এবং সম্ভাব্য ফাইনাল। এই সুযোগে নেতো গার্সিয়াকে ছাড়িয়ে যেতে পারেন।
আরো ২টি গোল করা পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমিরও এখনও সুযোগ রয়েছে। সেমিফাইনালে তার দল রিয়ালের মুখোমুখি হবে, যেখানে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকলে তিনি গোল্ডেন বুট জয়ের আশায় রয়েছেন।
মোটের ওপর, গোল্ডেন বুটের প্রতিযোগিতায় এখন গার্সিয়া, নেতো ও হাকিমিরের মধ্যে দারুণ টক্কর চলছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta