প্রায় ১৬০০ বার ভূমিকম্পের কারণে জাপানের দ্বীপপুঞ্জ ত্যাগ করছেন স্থানীয়রা।
জাপানের দক্ষিণাঞ্চলের দূরবর্তী দ্বীপগুলোতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ১৬০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই কারণে স্থানীয়রা ভয় পেয়ে ধীরে ধীরে তাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। সোমবার এ কথা জানান স্থানীয় মেয়র গেনিচিরো কুবো।
ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রভাবিত আকুসেকি দ্বীপে বড় ধরনের কোনো ক্ষতির খবর না থাকলেও, রবিবার গভীর রাতে ৫.১ মাত্রার কম্পন অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ২১ জুন থেকে প্রতিদিন কম্পন হওয়ার ফলে স্থানীয়রা মানসিক চাপের মুখে পড়েছেন এবং রাতে ঘুমাতে পারছেন না। ৮৯ জন বাসিন্দার মধ্যে এখন পর্যন্ত ৪৪ জন আকুসেকি থেকে কাগোশিমা শহরে চলে গেছেন।
মেয়র কুবো সংবাদ সম্মেলনে জানান, একটি পাশের দ্বীপ থেকেও ১৫ জন বাসিন্দা স্থান ত্যাগ করেছেন। এই এলাকায় সাতটি বাসযোগ্য এবং পাঁচটি নির্জন দ্বীপ রয়েছে, যা কাগোশিমা শহর থেকে ফেরিতে প্রায় ১১ ঘণ্টার পথ।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২১ জুন থেকে সোমবার সকাল পর্যন্ত এই ভূমিকম্পের সংখ্যা ১৫৮২ বার হয়েছে।
ভূমিকম্প বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিরল কম্পনের কারণ হতে পারে পানির নিচে সক্রিয় আগ্নেয়গিরি এবং ম্যাগমার প্রবাহ। তবে কবে কম্পন থামবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মেয়র কুবো বলেন, আমরা ভবিষ্যতে কী ঘটবে জানি না, কখন এটি শেষ হবে তাও অজানা। সূত্র: আরব নিউজ, ন্যাশন থাইল্যান্ড, চ্যানেল নিউজ এশিয়া, এনএইচকে, জিও নিউজ
প্রকাশিত: | By Symul Kabir Pranta