চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিরুদ্ধে জলকামান ও সাউন্ড গ্রেনেড ফেলা হয়েছে
চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিরুদ্ধে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।
আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে কাকরাইল মসজিদ মোড়ে এই কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ কর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত চাকরিচ্যুতদের সরে যাওয়ার আহ্বান জানালে তারা তা মেনে না নিয়ে একই স্থানে অবস্থান অব্যাহত রাখে। এরপর দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ জলকামান এবং ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে কিছু আহত হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে পুলিশ ধীরে ধীরে তাদের মৎস্য ভবনের দিকে সরিয়ে নেয়।
অবশ্য আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার আগে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম তাদের প্রতিনিধি যমুনায় পাঠানোর অনুরোধ করেন এবং কাকরাইল মসজিদ থেকে সরে যাওয়ার জন্য ১০ মিনিটের আল্টিমেটাম দেন। কিন্তু আন্দোলনকারীরা কোনও সাড়া না দিয়ে অবস্থান অব্যাহত রাখায় পুলিশ অভিযান চালায়।
এর আগে সকাল পৌনে বারোটায় শাহবাগ মোড় থেকে যমুনা অভিমুখে মিছিল করে কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছান চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, যেখানে পুলিশ তাদের বাধা দেয় এবং অবশেষে তারা সেখানে অবস্থান নেন।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশনের কিছু ধারা বাতিল এবং বিডিআর নাম পুনর্বহাল ও কারাগারে বন্দি বিডিআর সদস্যদের মুক্তি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta