শ্রীলঙ্কাকে পরাজিত করে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (৫ জুলাই) কলম্বোতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে টাইগাররা। এই জয়ের মাধ্যমে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ৯ নম্বরে অবস্থান করছে।
ব্যাটিংয়ে শুরুটা ভালো না হওয়া সত্ত্বেও বাংলাদেশ ২৪৮ রানে অলআউট হয়। টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ভালভাবে শুরু করলেও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বল ঘুরিয়ে শ্রীলঙ্কার ব্যাটারদের সমস্যায় ফেলে। জানিথ লিয়ানাগে চেষ্টা করলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা হারের সঙ্গে মাঠ ত্যাগ করে।
এই জয়ের ফলে বাংলাদেশের ওয়ানডে রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮। একই সময়ে ৭৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১০ নম্বরে নেমেছে।
শ্রীলঙ্কাও এই পরাজয়ের কারণে র্যাঙ্কিংয়ে পতন হয়েছে। তারা এক ধাপ নেমে বর্তমানে ৫ নম্বরে রয়েছে এবং তাদের রেটিং ১০২। পাকিস্তান সুযোগ কাজে লাগিয়ে ১০৪ রেটিং নিয়ে ৪ নম্বরে উঠে এসেছে।
বর্তমানে ভারত ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
৬ থেকে ৮ নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং ইংল্যান্ড।
প্রকাশিত: | By Symul Kabir Pranta