বুড়িচংয়ে মাদক বিরোধী অভিযানে তিন মাসে ৫৯ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক জব্দ
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গত তিন মাস ধরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ব্যাপক পরিমাণ মাদক জব্দ করেছে। এ অভিযানে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, এপ্রিল থেকে জুন পর্যন্ত চলা অভিযানে মোট ৪৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০,৭১৫ পিস ইয়াবা, ২৯৯ বোতল ফেনসিডিল এবং ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, সীমান্তবর্তী হওয়ায় বিভিন্ন পথে মাদক প্রবেশ করছে, তাই পুলিশ নিয়মিত তল্লাশি ও অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণে কাজ করছে। পুলিশের মাদকবিরোধী কার্যক্রম কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে জনগণের সহায়তা ও সচেতনতা জরুরি।
উল্লেখ্য, সফল মাদকবিরোধী কর্মকাণ্ডের জন্য গত মাসে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ওসি মোহাম্মদ আজিজুল হককে সম্মাননা প্রদান করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta