উইম্বলডনে ১০০তম জয় স্পর্শ করলেন জোকোভিচ
সার্বিয়ার কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ উইম্বলডনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন। টেনিসের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি এই সম্মানজনক গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে একক ম্যাচে শততম জয় অর্জন করলেন।
শনিবার তৃতীয় রাউন্ডে তিনি নিজের দেশীয় প্রতিদ্বন্দ্বী মিওমির কেচমানোভিচকে ১ ঘণ্টা ৫০ মিনিটের মধ্যে সরাসরি সেটে (৬-৩, ৬-০, ৬-৪) পরাজিত করে এই রেকর্ড স্পর্শ করেন। ম্যাচ শেষে তিনি ‘পাম্পিং ডান্স’ করে নিজের এই বিশেষ জয়ের আনন্দ প্রকাশ করেন।
জোকোভিচ বলেন, ‘উইম্বলডন শুধু আমার প্রিয় টুর্নামেন্ট নয়, এটি প্রায় সব টেনিস খেলোয়াড়ের স্বপ্নের স্থান। ছোটবেলায় এখানে জয়ের কল্পনা করতাম এবং বারংবার সেই স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়েছি। এই মঞ্চে ইতিহাস গড়া আমার জন্য একটি বড় সম্মান।’
উইম্বলডনে একক শততম জয়ের কৃতিত্বের তালিকায় আগে মাত্র দুজন ছিলেন—নারী এককে ৯ বারের চ্যাম্পিয়ন মার্তিনা নাভরাতিলোভা এবং পুরুষ এককে ৮ বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার।
ফেদেরার এখনো ১০৫ জয়ের সঙ্গে শীর্ষে থাকলেও, চলতি টুর্নামেন্টে শিরোপা জিতলে জোকোভিচ মাত্র এক জয়ের দূরত্বে আসবেন।
তবে জোকোভিচের লক্ষ্য শুধু রেকর্ড গড়া নয়। ৩৮ বছর বয়সী এই তারকা উইম্বলডনে শিরোপা জিতলে ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি নিজের নাম করবেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta