আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়ার পদত্যাগের জন্য মানববন্ধন
দুর্নীতি, অনিয়ম ও ঘুষগ্রহনের অভিযোগে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবি নিয়ে স্থানীয় জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে সিএমবি আশুলিয়া সড়কের আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ লোক ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
সাব-রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে এ আন্দোলন এখন ২১ দিন ধরে চলছে। দীর্ঘ আন্দোলনের কারণে সাব-রেজিস্ট্রি অফিসে জমি কেনাবেচার কাজ স্থগিত রয়েছে। এর ফলে অফিসে ব্যাপক অসুবিধা সৃষ্টি হয়েছে এবং জমি ক্রেতা-বিক্রেতারা চরম সমস্যায় পড়েছেন।
মানববন্ধন ও বিক্ষোভে আশুলিয়া সাব-রেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল যোগদানের পর থেকে ঘুষ ও দুর্নীতিতে জড়িত। তিনি টাকা না দিলে কোনো জমির দলিলে স্বাক্ষর করেন না। এজন্য ১৭ জুন থেকে তারা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেছেন। আন্দোলনের কারণে অফিস অচল, ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই তারা তার দ্রুত পদত্যাগ দাবি করেন এবং না হলে রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
অপর দিকে, এসব অভিযোগ অস্বীকার করে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল বলেন, তিনি কারো কথায় পদত্যাগ করবেন না।
প্রকাশিত: | By Symul Kabir Pranta