ডেমরায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার হাত-পা বাঁধা ছিল এবং গলায় ফাঁস দেওয়া ছিল। তার বয়স প্রায় ২৬ বছর বলে ধারণা করা হচ্ছে। তিনি কালো গেঞ্জি এবং জলপাই রঙের প্যান্ট পরেছিলেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে স্থানীয়দের সংবাদ পেয়ে আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন রাস্তায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার হাত-পা পিঠের দিকে মোড়ানো অবস্থায় বাঁধা ছিল এবং গলায় কাপড়ের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া ছিল। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ সোমবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই দীপংকর বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যুবককে হাত-পা বেঁধে এবং গলায় বেল দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, এরপর লাশ ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনো মৃত যুবকের পরিচয় নির্ণয়ের চেষ্টা চলছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta