গ্লোবাল সুপার লিগে সাকিবের জন্য দল নিশ্চিত হয়েছে
সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকলেও এবার নতুন কিছু সুখবর এসেছে তার জন্য। সিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের পর এবার গ্লোবাল সুপার লিগে তার একটি দল নিশ্চিত হয়েছে।
বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করেছে আইএলটি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দলের অন্যতম, দুবাই ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের পরিবর্তে সাকিবকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রোববার (৬ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করে নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস।
এবারের গ্লোবাল সুপার লিগে মোট ৫টি দল অংশগ্রহণ করবে, যার মধ্যে রয়েছে বাংলাদেশের রংপুর। এছাড়াও অংশ নিচ্ছে সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস এবং দুবাই ক্যাপিটালস।
সাকিবের মূল পরিকল্পনা ছিল রংপুর রাইডার্সের হয়ে খেলা, কিন্তু রাজনৈতিক কারণে তিনি সেখানে খেলতে পারেননি। এবার তাদের বিপক্ষে মাঠে নামতে চলেছেন এই তারকা ক্রিকেটার।
শুরুর ম্যাচে ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিরুদ্ধে নামবে দুবাই ক্যাপিটালস। পরবর্তী ম্যাচ ১১ জুলাই হোবার্ট হারিকেনসের বিপক্ষে, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে এবং ১৬ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিবদের দল রংপুরের মুখোমুখি হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta