১ জুন থেকে ইরান ত্যাগ করেছে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান নাগরিক
ইরানে বসবাসরত লাখ লাখ আফগান শরণার্থী ও অভিবাসীকে শেষবারের মতো দেশের বাইরে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানি সরকার। নির্ধারিত সময়সীমা অনুযায়ী রবিবার (৬ জুলাই) ছিল স্বেচ্ছায় ইরান ত্যাগের শেষ দিন। এরপর অবৈধভাবে অবস্থানরত আফগানদের গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। এর ফলে গত জুন মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান ইরান থেকে তাদের নিজ দেশে ফিরে গেছেন।
সোমবার জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এই সংবাদ প্রকাশ করেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মোট ৪ লাখ ৪৯ হাজার ২১৮ জন আফগান নাগরিক ইরান ত্যাগ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ লাখ ৬ হাজার ৩২৬ জন আফগান নাগরিক ইরান ছেড়ে ফিরে গেছেন।
সূত্র: এএফপি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta