আইসিসির নতুন প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন সাঞ্জোগ গুপ্তা। সোমবার (৭ জুলাই) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।
বর্তমানে সাঞ্জোগ গুপ্তা জিওস্টারের 'স্পোর্টস অ্যান্ড লাইভ এক্সপেরিয়েন্সেস' বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এবং গ্রাহকভিত্তিক সফল ব্র্যান্ড তৈরি ও ভারতের আধুনিক ক্রীড়া অবকাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পরিচিত।
আইসিসি চেয়ারম্যান জে শাহ বলেন, “আমার আনন্দ হচ্ছে জানাতে যে সাঞ্জোগ গুপ্তা আইসিসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন। ক্রীড়া পরিকল্পনা এবং বাণিজ্যিক কার্যক্রমে তার অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।”
তিনি আরও বলেন, “বিশ্ব ক্রীড়া ও মিডিয়া ও বিনোদন খাত সম্পর্কে তার গভীর জ্ঞান, ক্রিকেটপ্রেমীদের অনুভূতি বোঝার আগ্রহ এবং প্রযুক্তির প্রতি আগ্রহ আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। আমাদের উদ্দেশ্য হলো ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, অলিম্পিকে অন্তর্ভুক্ত করা এবং বৈশ্বিকভাবে বিস্তার ঘটানো।”
“এই পদে অনেক যোগ্য প্রার্থীর মধ্য থেকে মনোনয়ন কমিটি সর্বসম্মতভাবে সাঞ্জোগ গুপ্তাকে নির্বাচন করেছে। আইসিসি বোর্ড তার সঙ্গে কাজ করতে আগ্রহী এবং আমি আইসিসির পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।”
বিশ্বব্যাপী একটি প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাঞ্জোগ গুপ্তাকে এই পদে নির্বাচিত করা হয়, যা আইসিসি মার্চ মাসে শুরু করেছিল। এতে বিশ্বের ২৫টি দেশের ২,৫০০-এর বেশি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্যে ক্রীড়াঙ্গনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন খাতের করপোরেট নেতারাও ছিলেন।
আইসিসির মানবসম্পদ ও পারিশ্রমিক কমিটি প্রাথমিকভাবে আবেদন যাচাই করে ১২ জনকে শর্টলিস্ট করে। এরপর তাদের প্রোফাইল মনোনয়ন কমিটির কাছে পাঠানো হয়, যাদের মধ্যে ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা এবং বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া। কঠোর যাচাইয়ের পর মনোনয়ন কমিটি সর্বসম্মতভাবে সাঞ্জোগ গুপ্তার নাম সুপারিশ করে। আইসিসি চেয়ারম্যান জে শাহ সেই সুপারিশ অনুমোদন দেন এবং পরবর্তীতে আইসিসি বোর্ড আনুষ্ঠানিকভাবে নিয়োগটি অনুমোদন করে। সূত্র: আইসিসি
প্রকাশিত: | By Symul Kabir Pranta