ট্রাম্পের উচ্চ শুল্ক ১ আগস্ট পর্যন্ত স্থগিত রাখা হয়েছে
যুক্তরাষ্ট্র আগামী ১ আগস্ট পর্যন্ত ট্রাম্পের উচ্চ শুল্ক স্থগিত রেখেছে। এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।
সংবাদ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র শিগগিরই কিছু বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে এবং ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশগুলোকে নতুন শুল্কের বিস্তারিত জানানো হবে। ১ আগস্ট থেকে এসব শুল্ক কার্যকর হবে।
রবিবার এ তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
নিউ জার্সিতে গলফ খেলার পর ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করার প্রক্রিয়া চলছে। যেসব দেশ চুক্তিতে ব্যর্থ হবে, তাদের ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে।
এর আগে এপ্রিল মাসে ট্রাম্প ১০ শতাংশ শুল্ক আর ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন, যা ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। এখন নতুন সময় অনুযায়ী ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, প্রেসিডেন্ট শুল্ক হার নির্ধারণ করছেন এবং যেসব দেশ চুক্তিতে পৌঁছায়নি, তাদের চিঠি পাঠানো হবে।
ব্রিকসের প্রতি সতর্কবার্তা
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা থেকে এই চিঠি পাঠানো শুরু হবে। অন্য একটি পোস্টে তিনি জানান, ব্রিকসের সদস্য দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।
ব্রিকসে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নতুন সদস্য।
রবিবার ব্রিকস নেতারা গাজা ও ইরানে হামলার নিন্দা জানিয়ে বৈশ্বিক প্রতিষ্ঠানে সংস্কারের আহ্বান জানিয়েছে এবং উচ্চ শুল্ককে বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি বলে উল্লেখ করেছে।
ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে ব্রিকস দেশগুলোর সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা কীভাবে প্রভাবিত হবে তা এখনও স্পষ্ট নয়।
ছোট দেশগুলোর জন্যও ছাড় নেই
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, কয়েক দিনের মধ্যে বড় বড় বাণিজ্য চুক্তির ঘোষণা আসবে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা অগ্রসর হচ্ছে।
তিনি বলেন, যেসব দেশের সঙ্গে বাণিজ্যের পরিমাণ কম, তাদেরকেও শুল্ক বৃদ্ধির নোটিশ শিগগিরই পাঠানো হবে।
হোয়াইট হাউজের জাতীয় অর্থনৈতিক পরিষদের প্রধান কেভিন হ্যাসেট জানান, আন্তরিকভাবে আলোচনা করছে এমন দেশের জন্য সময়সীমা কিছুটা বাড়ানো হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট নেবেন।
হোয়াইট হাউজের উপদেষ্টা স্টিফেন মিরান বলেন, ইউরোপ ও ভারতের সঙ্গে আলোচনা ভালো যাচ্ছে, যারা ছাড় নিতে চায় তারা তুলনামূলক কম শুল্ক পাবে।
বেসেন্ট আরও জানান, মার্কিন বাণিজ্যের ৯৫ শতাংশ মূল ১৮টি অংশীদার দেশের সঙ্গে আলোচনা চলছে। সূত্র: রয়টার্স
প্রকাশিত: | By Symul Kabir Pranta