মালয়েশিয়ায় খেলার মাঠে মারা গেলেন গোলরক্ষক
মালয়েশিয়ায় পেনাংয়ের প্রাক্তন গোলরক্ষক ফিরোস মোহাম্মদ শনিবার (৫ জুলাই) মানজুং পৌরসভা স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
দেশের সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী ফিরোজ মাঠে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই তার মৃত্যু ঘটে। তিনি কেদাহ দলের বিরুদ্ধে ড. জামব্রি আব্দ কাদির কাপ টুর্নামেন্টে খেলছিলেন। এই প্রতিযোগিতায় পেনাং, কেদাহ, পেরাক ও পেরলিসের প্রাক্তন ফুটবল তারকারা অংশ নেন।
পেনাং ক্লাব এক বিবৃতিতে এই দুঃখজনক খবর নিশ্চিত করেছে এবং গোলরক্ষকের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পেনাং ক্লাবের পরিচালনা পর্ষদ এবং সকল সদস্যরা প্রাক্তন গোলরক্ষক ফিরোস মোহাম্মদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছেন।’
১৯৯০-এর দশকে পেনাং প্যান্থার্স দলের হয়ে ফিরোজ মোহাম্মদ তার অসাধারণ গোলকিপিং দক্ষতার জন্য পরিচিত ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta