বাংলাদেশে আসছে না ভারত, সিরিজ স্থগিত ১৩ মাস
আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে না ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি ১৩ মাস পিছিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আগামী আগস্টে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এখন এই সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি এবং খেলোয়াড়দের অন্য ব্যস্ততা লক্ষ্য করে এই সময় পরিবর্তন করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta