টাইগাররা লঙ্কানদের ওপর কঠোর প্রভাব ফেলেছে
সিরিজ বাঁচানোর ম্যাচে নিজেদের মাঠে শ্রীলঙ্কার ওপর চাপে রেখেছে বাংলাদেশ। মাত্র ১৩২ রানে ছয় উইকেট নিয়ে লঙ্কান দলকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে টাইগাররা। স্পিনার তানভীর ইসলাম এককভাবে চারটি উইকেট শিকার করেন।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে চলা তিন ম্যাচের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ যে ২৪৯ রানের লক্ষ্য দিয়েছে, ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই সমস্যায় পড়ে। মাত্র ছয় রানের মধ্যে ওপেনার পাতুম নিসাঙ্কার আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা ৪৫ বলে ৬৯ রানের চমৎকার জুটি গড়েন। স্পিনার তানভীর এই জুটি ভেঙে দুই ব্যাটারকেই ফেরত পাঠান। এরপর শামীম পাটোয়ারী শিকার করেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কার উইকেট। তানভীর আবার কামিন্দু মেন্ডিস ও দুনিথ ভেল্লালাগেকে সাজঘরে পাঠান। এখন জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র চার উইকেট।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১০ রান পৌঁছতেই ওপেনার তানজিদ হাসান তামিম (৭) আউট হন। পরে পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত ৬৩ রানের জুটি গড়ে দলের আশা বাড়ান। ইমন ফিফটি করেন, তবে শান্ত ১৯ বলে ১৪ রান করে বিদায় নেন।
এরপর তাওহিদ হৃদয় ও ইমন কিছুটা সময় জুটি গড়ার চেষ্টা করলেও বেশি দিন টিকতে পারেননি। ফিফটির পর ইমন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হন ৬৭ রানে। মেহেদী হাসান মিরাজও বেশিদিন খেলতে পারেননি, অধিনায়ক ১০ বলে ৯ রান করেন।
বিপর্যয়ে শামিম ও হৃদয় কিছুটা কাজ করেছেন। শামিম ২২ রান করে আউট হলেও জাকের আলীও ২০০ পেরোনোর পর ২২ রানে ফেরেন। হৃদয় ফিফটি তুলে নিলেও তানজিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন (৫১)।
শেষপর্যায়ে সাকিব নিজে দায়িত্ব নিয়ে ২১ বলে অপরাজিত ৩৩ রান করেন। তবে দলের রান বড় করতে পারেননি কারণ পাশে আর কেউ সঙ্গ দিতে পারেননি। বাংলাদেশের ইনিংস ৪৫.৫ ওভারে শেষ হয়।
শ্রীলঙ্কার পক্ষে আশিথা ফার্নান্দো চার উইকেট ও হাসারাঙ্গা তিন উইকেট নেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta