মেজর লিগ ফুটবল
লিওনেল মেসির একটা ভুলের কারণে ম্যাচের শুরুতেই গোল খেতে হয় ইন্টার মায়ামিকে। কিন্তু আর্জেন্টাইন স্টার তার অসাধারণ খেলা দিয়ে এই ব্যবধান খুব ভালোভাবে কমিয়ে আনেন। মন্ট্রিয়াল সিএফকে ৪-১ গোলে হারিয়ে দেয় ইন্টার মায়ামি।
ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর মেজর লিগ সকারে ফিরেছে মায়ামি। রবিবার বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া এই ম্যাচে মেসির দুটি গোলের পাশাপাশি তাদেও আইয়েন্দে ও তেলাস্কো সেগোভিয়ার নামেও গোল হয়েছে।
নিজেদের মাঠে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়াল এগিয়ে যায়। মাঝমাঠ থেকে নামা মেসি যখন রক্ষণে ব্যাক পাস দিতে চেয়েছিলেন, তখন ভুল করেন। বল পেয়ে মন্ট্রিয়ালের প্রিন্স উসু ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান।
এরপর ধীরে ধীরে দল গুছিয়ে নেয় মায়ামি। ১৫ মিনিটে এক ঝাঁপে পাল্টা আক্রমণে জর্দি আলবারের শট গোলকিপারের পাশ দিয়ে পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে মেসি কোনও কাজ করতে পারেননি।
তবে পরবর্তী সময়ে একের পর এক আক্রমণে চাপ তৈরি করে মন্ট্রিয়াল। অনেক সুযোগ হারিয়েছে তারা। ৩৩ মিনিটে মেসির পাস থেকে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বাঁ পায়ে শট নেন তাদেও আইয়েন্দে, যা গোল হয় এবং স্কোর সমান হয়।
মেসির প্রথম গোল আসে ৪০ মিনিটে। লুইস সুয়ারেস রক্ষণ থেকে আসা বল হেড করে মেসিকে দেন। মেসি বল নিয়ে ডান থেকে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে পেরিয়ে দুর্দান্ত শটে বল জালে পাঠান।
দ্বিতীয়ার্ধের শুরুতে মন্ট্রিয়াল বেশ কয়েকটি আক্রমণ করেও গোল পায়নি। তবে ৬০ মিনিটে তারা আরও পিছিয়ে পড়ে। আইয়েন্দের পাস থেকে বক্সের বাইরে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে শট নেন সেগোভিয়া, যা ক্রসবারে লেগে জালে যায়। গোলকিপারের পক্ষে থামানো কঠিন ছিল।
কয়েক মিনিট পর মেসির আরেক চমৎকার গোল। মাঝমাঠের কাছে সুয়ারেস আলতো পাস দিলে দ্রুত বল নিয়ে একের পর এক প্রতিপক্ষকে পেরিয়ে বক্সে ঢুকে শক্তিশালী শটে গোল করেন। তার উল্লাসে স্পষ্ট ছিল তৃপ্তি।
৭০ মিনিটে মেসির পাস থেকে সুয়ারেস সুবর্ণ সুযোগ পান, কিন্তু মন্ট্রিয়ালের গোলকিপার দারুণভাবে সেভ করেন। বাকি সময়ে বড় কিছু হয়নি।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মায়ামি। ক্লাব বিশ্বকাপে ব্যস্ততার কারণে তারা কয়েকটি ম্যাচ খেলেনি। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিনসিনাটি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta