শ্রীলঙ্কাকে পরাজিত করে সমতা ফিরে পেয়েছে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কাকে ১৬ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৪৯ ওভার শেষে ২৪৮ রানের প্রতিপক্ষের সামনে খেলতে নেমে শ্রীলঙ্কা ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। এই জয়ে সিরিজে টাইগাররা সমতা আনে। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা জয়ী হয়েছিল।
শনিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং শুরু করা বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। দল মাত্র ১০ রান করতেই তানজিদ হাসান তামিম (৭) ফিরে যান। এরপর পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত ৬৩ রানের জুটি গড়ে সামান্য আশার আলো দেখান। ইমন অর্ধশতক পূর্ণ করলেও শান্ত ১৪ রানে আউট হন।
এরপর তাওহিদ হৃদয় ও ইমন জুটি গড়ার চেষ্টা করেন, তবে বেশি দূর এগোতে পারেননি। ৬৭ রানে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ইমন বোল্ড হন। মেহেদি হাসান মিরাজও টিকে থাকতে পারেননি, তিনি ১০ বলে ৯ রান করেন।
হাল ধরেন শামিম ও হৃদয়, কিন্তু তারা দীর্ঘ সময় উইকেটে থাকতে পারেননি। শামিম ২২ রান করে আউট হন, জাকের আলী ২৪ রানে ফেরেন। হৃদয় ফিফটি করেন, তবে তানজিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে বিদায় নেন (৫১)।
এই অবস্থায় সাকিব আল হাসান দায়িত্ব নেন এবং ২১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। তবে অন্য কেউ তাকে সঙ্গ দিতে না পারায় দলকে নির্ধারিত রান পূরণে সাহায্য করতে পারেননি। বাংলাদেশ নির্ধারিত ৪৫.৫ ওভারে ২৪৮ রান সংগ্রহ করে।
শ্রীলঙ্কার পক্ষে আশিথা ফার্নান্দো ৪টি উইকেট নেন, আর হাসারাঙ্গা ৩ উইকেট নেন।
জবাবে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো ছিল না। মাত্র ৬ রানে প্রথম উইকেট হারায় দল। এরপর কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে। তবে তানভীর স্পিনার তাদেরই উইকেট তুলে নেন।
এরপর শামীম পাটোয়ারী অধিনায়ক চারিথ আসালাঙ্কার উইকেট নেন। পরে তানভীর আরও দুই উইকেট শিকার করে কামিন্দু মেন্ডিস ও দুনিথ ভেল্লালাগেকে ফিরিয়ে দেন। জানিথ লিয়ানাগে ছাড়া অন্যরা রান করতে পারেনি। জানিথ ৭৮ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচের নির্ধারিত সময়ের আগে মুস্তাফিজের বলে আউট হন। তার এই আউটের পর শ্রীলঙ্কার জয়ের আশা শেষ হয়ে যায়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta