এই কারণে জোতার শেষকৃত্যে যাননি রোনালদো
স্পেনের জামোরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে শনিবার (৫ জুলাই)। পর্তুগালের পোর্তোর ম্যাট্রিজ দে গোন্দোমার চার্চে আয়োজিত এই শেষযাত্রায় জাতীয় দল ও ক্লাবের বহু সতীর্থ উপস্থিত ছিলেন। তবে সেখানে দেখা মেলেনি পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর।
সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে লিভারপুলের কোচ আর্নে স্লটসহ ভার্জিল ফন ডাইক, অ্যান্ডি রবার্টসন, জো গোমেজ ও ডারউইন নুনেজ উপস্থিত ছিলেন। জোটার সাবেক ক্লাব উলভারহ্যাম্পটনের খেলোয়াড়রাও শ্রদ্ধা জানাতে এসেছিলেন। জাতীয় দলের হয়ে ব্রুনো ফার্নান্দেস, রুবেন দিয়াস, বের্নার্দো সিলভা ও জোয়াও ফেলিক্সও শেষকৃত্যে অংশ নেন।
ঘনিষ্ঠ বন্ধু রুবেন নেভস ক্লাব বিশ্বকাপে আল হিলালের হয়ে খেলে শেষকৃত্যে যোগ দিতে দেশে ফেরেন এবং কফিন বহনের দায়িত্বও নেন।
তবে উপস্থিত না থাকায় সবার আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কেন তিনি যাননি জোতার শেষযাত্রায়?
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, রোনালদো গভীরভাবে চিন্তাভাবনা করেই সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ, গোন্দোমারের মতো ছোট শহরে তার উপস্থিতি মূল অনুষ্ঠানের গুরুত্বকে ছাপিয়ে যেতে পারত। রোনালদোর এক ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, 'তিনি চাননি তার উপস্থিতিতে মূল বিষয়টি আড়ালে পড়ে যাক। সে কারণেই তিনি দূর থেকেই শ্রদ্ধা জানিয়েছেন।'
জোতার মৃত্যুতে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় শোক প্রকাশ করেন রোনালদো। তিনি লেখেন, 'এই খবর কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আমরা জাতীয় দলে একসঙ্গে খেলছিলাম, তুমি সদ্য বিবাহিত। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের জন্য আমার আন্তরিক সমবেদনা। আমি জানি, তুমি তাদের হৃদয়ে চিরকাল থাকবে। দিয়েগো ও আন্দ্রে, শান্তিতে ঘুমাও। আমরা তোমাকে খুব মিস করব।'
প্রকাশিত: | By Symul Kabir Pranta