মাগরিবের আজান না শুনে শুধু ঘড়ি দেখে ইফতার করা যাবে কি?
পবিত্র রমজানে রোজার শুরু হয় শেষ রাতে সাহরি খেয়ে। রোজার সমাপ্তি হয় মাগরিবের আজান শুনে, যা সূর্যাস্তের পর দেয়া হয়। সাধারণত মাগরিবের আজান শুরু হলে মুসলমানরা রোজা ভাঙেন, কারণ ইফতার হওয়ার সময় হলো মাগরিবের আজান।
তবে যদি কোনো কারণে মাগরিবের আজান শোনা না যায় বা নির্দিষ্ট সময় পরে আজান না হয়, এবং এলাকাবাসী তাদের ক্যালেন্ডার বা ঘড়ি দেখে ইফতার করেন, তবে তাদের রোজা সঠিক হবে।
কারণ, আজানের সাথে ইফতারের সম্পর্ক নেই। ইফতার শুরু হয় সূর্যাস্তের সময়, যা সূর্য ডুবলে ঘটে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকাই রোজা পালন।
সূর্যাস্তের সময় ইফতার করা সুন্নত। হজরত সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে’ (সহিহ বুখারি: ১৮২১; সহিহ মুসলিম: ১৮৩৮)
অন্য হাদিসে নবী করিম (স.) বলেছেন— ‘দ্বীন ঠিক থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কারণ, ইহুদি ও খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে’ (আবু দাউদ: ২৩৫৫)
যদি ঘড়ির সময় সঠিক থাকে, সূর্যাস্তের সময় অনুসারে ঘড়ি দেখে ইফতার করা উচিত। এই জন্য ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুসরণ করলে সঠিক হবে। কারণ, আবহাওয়া অফিসের জেলাভিত্তিক সময়ের সাথে কিছু অতিরিক্ত মিনিট যোগ করে ইসলামিক ফাউন্ডেশন ইফতার সময় নির্ধারণ করে থাকে, যাতে সূর্যাস্তের সময়ের ক্ষেত্রে কোনো ভুল না হয়।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta