আগামী দশ বছরের মধ্যে পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী আসবেন: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী দশকের মধ্যে পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী আসবেন।
শুক্রবার (১৪ মার্চ) ঢাকায় পঞ্চগড় জেলা সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম আরও বলেন, পঞ্চগড়ের উন্নয়ন কিভাবে সম্ভব, সে বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা কার্যকর করব।
এ সময় তিনি পঞ্চগড়ে যদি কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা অনৈতিক কাজের অভিযোগ ওঠে, তবে তা জানিয়ে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
পঞ্চগড়বাসীকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক বলেন, আসুন আমরা একযোগে কাজ করি। আমাদের মতামত ভিন্ন হলেও, একত্রে কাজ করতে পারলে পঞ্চগড়ের উন্নয়ন সম্ভব হবে।
বাঁধন/সিইচা/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta