বিশ্ববাজারে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে বিশ্ব বাজারে সোনার দাম গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। শুক্রবার (১৪ মার্চ) স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়ে তিন হাজার ডলারে পৌঁছেছে, যা বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে। এই বছরেই এটি ১৩তম বার যখন বিশ্ব বাজারে সোনার দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার নতুন করে বৃদ্ধি পেয়ে রেকর্ড পর্যায়ে পৌঁছায়। জানা গেছে, ইউরোপের উপর নতুন করে শুল্ক চাপানোর হুমকির কারণে এই দাম বাড়তে শুরু করেছে।
এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর অ্যালকোহলযুক্ত পণ্য, বিশেষ করে ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে উল্লেখ করেন, "যদি শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা না হয়, তবে যুক্তরাষ্ট্র শিগগিরই ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোর সব ধরনের ওয়াইন, শ্যাম্পেন ও অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে।"
এর আগে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক ইতিমধ্যেই কার্যকর করেছেন। এর পাল্টা হিসেবে ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক আরোপের পরিকল্পনা করছে।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta