ধর্ষণের দ্রুত বিচার ও পুলিশের ওপর শাহবাগীদের হামলার প্রতিবাদে নড়াইলে প্রতিবাদ বিক্ষোভ
মৌলভীবাজার জেলার বড়লেখায় ধর্ষণের অভিযোগে ২৪ বছর বয়সী রাজেন রায় নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, গতকাল (১৩ মার্চ) নিউ সমনবাগ চা বাগানের এক তরুণী (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পান। সেই খবরের ভিত্তিতে শুক্রবার অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মৌলভীবাজার পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম বলেন, 'নারীদের প্রতি যেকোনো ধরনের যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করছে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta