হজযাত্রীর ন্যূনতম বয়স নির্ধারণ
চলতি বছরের পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব সরকার আগ্রহীদের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করেছে। এই বয়সসীমা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ অনুযায়ী গণনা করা হবে। বুধবার (১২ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্রে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের হজে সরকারি এবং বেসরকারি উভয় পন্থায় নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে যে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের নিরাপত্তা এবং সুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে ২০২৫ (১৪৪৬ হিজরি) সনের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করেছে। এই বয়স পাসপোর্টের জন্ম তারিখ থেকে গণনা হবে।
এছাড়া, ১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজযাত্রীকে পরিবর্তন করে প্রাক-নিবন্ধিত হজযাত্রী হিসাবে প্রতিস্থাপন করা যাবে।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta