সাহরি খাওয়ার পর সহবাস করা ঠিক হবে কি?
রমজান মাসে রোজা রাখার জন্য শেষ রাতে সাহরি গ্রহণ করা হয়। সাহরি খাওয়া সুন্নত। রোজা রেখে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য সাহরি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের রোজা শুরু করার জন্য মুসলমানেরা শেষ রাতে ফজরের ওয়াক্তের আগে সাহরি খান এবং রোজার নিয়ত করেন।
রোজা এবং অন্যান্য ইবাদত পালন করার জন্য নিয়ত করা আবশ্যক।
রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস বা যৌনমিলন নিষিদ্ধ। রোজা রেখে যদি স্বামী-স্ত্রী মিলিত হন তবে রোজা ভেঙে যাবে, যেমন ইচ্ছাকৃত খাওয়ার বা পান করার ফলে রোজা ভেঙে যায়, এবং তার জন্য কাজা ও কাফফারা ওয়াজিব হয়।
তবে রমজানের রাত অর্থাৎ সূর্যাস্ত থেকে সুবহে সাদিক পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস বা যৌনমিলন নিষিদ্ধ নয়, তবে ইতিকাফকারী ছাড়া অন্যদের জন্য রাতে সহবাস জায়েজ। ইতিকাফকারীদের জন্য রাতেও সহবাস নিষিদ্ধ।
আল্লাহ তাআলা বলেছেন, রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীর সাথে মিলিত হওয়া হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিধান, আর তোমরা তাদের জন্য পরিধান। আল্লাহ জানতেন যে, তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে। এরপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। তাই তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ যা তোমাদের জন্য লিখেছেন, তা অনুসন্ধান কর। আর খাবার এবং পানীয় গ্রহণ কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে আলাদা হয়। এরপর রোজা পূর্ণ কর। আর তোমরা মাসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়ো না। এটি আল্লাহর সীমা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয়ো না। এভাবেই আল্লাহ তাঁর আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। (সুরা বাকারা: ১৮৭)
রমজানের রাতে রোজার নিয়ত করার পরও সুবহে সাদিক পর্যন্ত খাওয়া-দাওয়া এবং যৌনমিলন করা জায়েজ থাকে। অনেকে মনে করেন যে, রোজার নিয়ত করার পর আর যৌনমিলন করা যাবে না। তবে এ ধারণা সঠিক নয়।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta