ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাওয়ার আহ্বান গণঅধিকার পরিষদের
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নির্বাচন। তারা আশা করেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর আগে সরকারকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটি তাদের স্পষ্ট অবস্থান।
শুক্রবার বিকেলে রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে গণঅধিকার পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব মন্তব্য করেন।
অন্তর্বতীকালীন সরকারকে তিনি এনজিও সরকার উল্লেখ করে বলেন, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন তিনটি বিষয় একই সময়ে আলোচনা হতে হবে। কিছু লোক দাবি করছেন যে, গণহত্যার বিচার আগে হতে হবে, তারপর নির্বাচন। কিন্তু প্রশ্ন হলো, যদি আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে পালিয়ে যান, তাহলে কি নির্বাচনের জন্য অপেক্ষা করবেন? গণহত্যার বিচারের জন্য গত সাত মাসে তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। এছাড়া, সরকার এখনও নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারেনি।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি স্বৈরাচারের সহযোগী এবং এই দলটি গণতন্ত্র ধ্বংস করেছে। রংপুরবাসীকে তিনি আহ্বান জানান, জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে গণঅধিকার পরিষদের ছায়াতলে যোগ দিন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন বাবু, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হানিফ খান সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল
প্রকাশিত: | By Symul Kabir Pranta