আল-আকসায় ৮০ হাজার মুসল্লি জুমা নামাজ আদায়
রমজানের দ্বিতীয় শুক্রবার পবিত্র আল-আকসা মসজিদে প্রায় ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় পবিত্র মসজিদটিতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইসরায়েল নানা বিধিনিষেধ আরোপ করলেও, আজ (১৪ মার্চ) সেখানে নামাজ পড়তে ৮০ হাজার মুসল্লি উপস্থিত হন।
এ তথ্য নিশ্চিত করেছে মসজিদটির রক্ষণাবেক্ষণকারী ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ। তবে ইসরায়েলি পুলিশ এ বিষয়ে কোনো সঠিক সংখ্যা প্রকাশ করেনি, তারা শুধু বলেছে ‘হাজার হাজার’ মুসল্লি এসেছিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আজ আল-আকসায় নামাজ আদায়কারী বেশিরভাগ মুসল্লিই ফিলিস্তিনিরা, যারা ইসরায়েলে বসবাস করছেন। পশ্চিমতীরের মুসল্লিদের আগমন প্রতিরোধ করতে সেখানে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ইসরায়েলি পুলিশ। তাই পশ্চিমতীর থেকে অনেকেই আসতে পারেননি।
এছাড়া শুধুমাত্র ৫৫ বছরের উপরের পুরুষ এবং ৫০ বছরের উপরের নারীদের আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বাকিদের জন্য ইসরায়েলি পুলিশ পাস সংগ্রহের ব্যবস্থা করেছে। এর ফলে অধিকাংশ ফিলিস্তিনি মুসল্লি ইসলামের এ পবিত্র স্থানে নামাজ পড়তে ব্যর্থ হন।
ইসরায়েল তরুণদের আল-আকসায় প্রবেশ করতে না দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে, কারণ তারা মুসলিমদের বিক্ষোভের আশঙ্কা করছে।
এ দিন কোনো অস্বস্তিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দখলদার বাহিনী। গত সপ্তাহেও শান্তিপূর্ণভাবে আল-আকসায় নামাজ আদায় করেন মুসল্লিরা।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta