ক্ষমতা মানুষের পতন ডেকে আনে, যেমনটি হাসিনার ক্ষেত্রে হয়েছিল- ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতা কখনো মানুষের উন্নতির দিকে নিয়ে যায় না, বরং এটি মানুষের পতন ডেকে আনে।
যেভাবে বর্তমান হাসিনা সরকারকে পতনের দিকে নিয়ে গিয়েছে। তাই ক্ষমতার মোহ থেকে দূরে থাকতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
এসময় মঈন খান বলেন, সম্প্রতি কিছু গোষ্ঠী বাংলাদেশের মুসলমানদের বিশ্বাসকে বিকৃত করতে ষড়যন্ত্র করছে। তারা ফেসবুক, পত্রিকা, রেডিও ও টেলিভিশনের মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এসব মিথ্যা প্রচার দ্বারা বাংলাদেশকে বিভ্রান্ত করা সম্ভব হবে না। যারা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে মুসলমানরা ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয়। আসুন আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ তৈরি করি, যেখানে ৫ আগস্টের আগে যে স্বৈরাচারী শাসন ছিল, তা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নতি করি। আমাদের লক্ষ্য হবে সেই জাতির জন্য, যারা ৫ আগস্টের আগে আন্দোলনে রক্ত দিয়েছে। তাদের অবদান স্মরণ রাখতে হবে।
পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সাত্তার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হোসেন ভুঁইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta