১৬ বছরে পারেনি, আমরা ৭ মিনিটেই করলাম: বিএনপিকে হাসানাত
বিএনপির দিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, ‘দেশে ঐক্য প্রতিষ্ঠার মূল কাঠামোতে এবং জুলাই সনদের বিরোধিতা করে কিছু লোক আমাদের জানিয়েছে যে, তারা ৩০ মিনিটে আমাদের রাজপথ থেকে সরিয়ে দেবে। আমি তাদের বলছি, যাদের ১৬ বছরে কিছু করার সামর্থ্য হয়নি, আমরা মাত্র সাত মিনিটে তা করে দেখিয়েছি। আমাদের হুমকি বা মৃত্যুভয় দেখাবেন না।’
শুক্রবার রাত সাড়ে ৯টায় দিনাজপুরের পার্বতীপুরের ফুলবাড়ী নিমতলা মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরো বলেন, ‘তারা বলছে আমরা আবেগের বসে জুলাই বিপ্লব সংঘটিত করেছি। মনে রাখবেন, এই আবেগ ছিল বলেই দেশপ্রেম তৈরি হয়েছে। আমরা জানি কিভাবে রক্ত ও জীবন দিতে হয়, এবং যদি প্রয়োজন হয়, আবারও রক্ত দিবো, তবে আমরা দেশের পুরানো ধাঁচ ফিরতে দেব না।’
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে গিয়ে প্রায় দেড় হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছেন, প্রায় ৩৩ হাজার আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ কেউ চোখ হারিয়েছেন। শহীদদের আত্মা এবং তাদের পরিবারের আহাজারি এখনও বাতাসে ভাসছে, যা থামেনি। দুঃখজনক হলেও সত্য, যারা আবার সেই পতিত শক্তিকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করেন না। তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
তিনি আরও বলেন, ‘দেশ এবং জনগণের জীবনমান এবং সার্বিক পরিবর্তনের জন্য কার্যকর সংস্কার এবং সংবিধান পরিবর্তন অপরিহার্য।’
এনসিপির প্রধান সংগঠক নাসির পাটোয়ারী পথসভায় বলেন, ‘আমরা জানি এখন আপনারা ভালো আছেন, কারণ আজকের দিনে দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করছে। কিন্তু হাজার হাজার শহীদ এবং ছাত্র-জনতার রক্তে যারা পঙ্গু হয়েছে, তাদের জন্য হাসিনা ভারতে পালিয়ে দাদার বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাকে বিচারের মুখোমুখি করা দরকার। জুলাই রেজিম সংবিধানে অন্তর্ভুক্ত না হলে আমরা সংকটে পড়বো এবং শহীদদের রক্তের প্রতি বেঈমানি হবে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta