গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়িত হয়নি, পুরনো পথেই চলছে চেষ্টা: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের আশা পূর্ণ হয়নি এবং পুরনো ধ্যানধারণা ও নিয়ম ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (৫ জুলাই, ২০২৫) জয়পুরহাটের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আওতায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তা পূর্ণ হয়নি। মনে হচ্ছে, পূর্বের সিস্টেম, সংস্কৃতি ও নিয়ম ফেরানোর চেষ্টা চলছে। আমাদের এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, “যারা ভাবছেন পুরনো ক্ষমতা ও সন্ত্রাসী শাসন পুনর্বহাল করবেন, তাদের পরিণতি হবে হাসিনার মতো স্বৈরাচারী।”
শহীদ নজিবুল সরকার বিশাল, মেহেদি হাসান, রিতা আকতার ও মিনহাজকে স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, তারা একটি সমৃদ্ধ ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গঠনের জন্য প্রাণ দিয়েছিলেন, যেখানে অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য থাকবে না। সেখানে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে এবং সরকারি অফিসে দুর্নীতি থাকবে না।
তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পর যদি জনগণের সকল দাবি পূর্ণ করা হত, তবে রাজনৈতিক দল গঠনের প্রয়োজনই হত না।
এনসিপি জেলা প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু সাইদ লিওনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। স্থানীয় নেতাদের মধ্যে আবদুল মান্নান, সুলতান মোঃ শামসুজ্জামান, ডাঃ জহুরুল ইসলাম, ওমর আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta