নিবন্ধন ষড়যন্ত্র রোধে ইসির সামনে মৌলিক বাংলার বিক্ষোভ
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে অনেকবার আবেদন করেও ব্যর্থ হওয়ায় ‘মৌলিক বাংলা’ নামের দলটি নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে।
বুধবার (০৩ জুলাই) নির্বাচন ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে দলের সদস্যরা এই অভিযোগ উত্থাপন করেন। তারা নিবন্ধন প্রক্রিয়ায় বাধা ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন।
মৌলিক বাংলার সভাপতির এক সদস্য ফরিদ আহমেদ বলেন, “আমরা একটি জনমুখী রাজনৈতিক দল, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও প্রকৃতি রক্ষায় কাজ করে আসছি।” তিনি অভিযোগ তোলেন, “সরকার ভারতের প্রভাবাধীন হয়ে বারবার আমাদের ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। কলোনিয়াল সচিব বা প্রভাবশালী এলিটরা এখনও পুরোপুরি দেশপ্রেমী হয়নি। এমনকি ইসিও এর আওতায়। মৌলিক বাংলা সবসময় জনতার ও দেশের পক্ষে থাকবে।”
দলের সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য ছাদেক আহম্মেদ সজীব বলেন, “নির্বাচন কমিশন এখনো আওয়ামী লীগ থেকে মুক্ত নয়। নিবন্ধন প্রক্রিয়ায় তাদের উদাসীনতা, পক্ষপাত ও স্বৈরাচারিত্ব স্পষ্ট। ২০১৭ সালের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দলকে নিবন্ধন থেকে বঞ্চিত করা হবে।”
বক্তারা জানান, ২০১২ সালে প্রতিষ্ঠিত মৌলিক বাংলা প্রাণ ও প্রকৃতি, সার্বভৌমত্ব, আত্মরক্ষা, ভূরাজনীতি ও দেশের ভবিষ্যৎ গঠনে কাজ করে আসছে। তারা উল্লেখ করেন, ২০১৪ সালে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতায় সুন্দরবন বাঁচাতে ঢাকা থেকে হেঁটে লংমার্চ করার সময় ২২ জন নেতাকর্মী আওয়ামী লীগ ও যুবলীগের হামলার শিকার হয়।
তারা আরও বলেন, ২০১৭ সালে প্রয়োজনীয় দলিলপত্র জমা দিলেও কমিশন তাদের নিবন্ধন দেয়নি। ‘জুলাই বিপ্লবের’ পর দলের প্রতীক ‘মাথাল’ অন্য কোনো দলকে প্রদান করা হয়েছে। ২০২৫ সালের ২০ এপ্রিল নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দিয়েছে দলটি। তাই তারা কমিশনের কাছে ন্যায্য বিচার আশা করে।
বিক্ষোভে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মওলানা ফজলে রাব্বি, নোয়াখালী জেলা সভাপতি মো. ইব্রাহীম হোসেন, সদস্য জাহিদ হাসান, শাহিন আলম, হাবিবুর রহমান হিরাসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta