সাবেক এমপি শম্ভুর জমি জব্দ ও ১৬ ব্যাংক হিসাব স্থগিত
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামে থাকা ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকার মূল্যে জমি জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। তদ্রুপ, তার ১৬টি ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৫৭ টাকা ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব বৃহস্পতিবার দুদকের আবেদন পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তাছাড়া ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত ৫ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৭২৫ টাকার সঞ্চয়পত্র ও গাড়ি ক্রয়ের জন্য বরাদ্দ অর্থও ফ্রিজ করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিন, দুদকের উপ-সহকারী পরিচালক খায়রুল হাসান এসব সম্পদ জব্দ ও ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেছিলেন।
আবেদনে উল্লেখ করা হয়, বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থের লেনদেন হয়েছে। এই কারণে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তদন্তে এসব অবৈধ সম্পদ পাওয়া গেছে এবং সেগুলো বেহাত করার চেষ্টা করা হচ্ছে। তাই এসব সম্পদ জব্দ ও ফ্রিজ করা প্রয়োজন বলে আবেদনে বলা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta