ফ্যাসিস্টদের ঠেলুন, বিচার দেওয়ার জন্য আমরা প্রস্তুত : নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ভারত থেকে সীমান্ত পেরিয়ে পুশইন মোটেই গ্রহণযোগ্য নয় তাদের কাছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ের গোল চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্টদের বাংলাদেশে পুশইন করুন; আমরা তাদের বিচার করতে প্রস্তুত।
এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, যারা চাঁদাবাজি করছেন, তারা মনে রাখবেন আওয়ামী লীগ যে পথ বেছে নিয়েছে, আপনাদেরও সেই পথ অনুসরণ করতে হবে। সংস্কার ছাড়া আগামী নির্বাচন গ্রহণযোগ্য নয় এনসিপির কাছে।
হাসনাত আরও বলেন, শিক্ষার্থীরা তাদের আবেগ নিয়ে আন্দোলনে নেমেছিল, যার ফলেই আওয়ামী লীগকে সরানো সম্ভব হয়েছে; আবেগের বশবর্তী হয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
পরে দলের উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম জানান, বাংলাবান্ধা বন্দর দিয়ে প্রতিদিন অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে, যা আর সহ্য করা হবে না।
তিনি ভবিষ্যৎ নির্বাচনে টাকা পাওয়ার আশায় নিজেদের বিক্রি না করার এবং পাঁচ বছরের কষ্টার্জিত দুর্ভোগ এড়ানোর পরামর্শ দেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta